আমাদের স্বাস্থ্য কথা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আপনি জানেন কি অসুখ-বিসুখ এর পিছনে বছরে কত টাকা খরচ হয় ? উত্তর নিদিষ্ট কোন বাজেট নেই। হাসপাতাল এবং রোগ নির্ণয়ের পিছনে কষ্টের আয়ের একটা মোটা অংক খরচ করতে হিমশিম খেতে হয় । সঠিক রোগ নির্ণয়ে ডায়াগনষ্টিক সেন্টার(প্যাথলজি রিপোর্ট) এর ভূমিকা গুরুত্বপূর্ণ ।ভুল প্যাথলজি রিপোর্টে শুধু ভুল চিকিৎসা নয়,টাকা খরচের পাশাপাশি দীর্ঘমেয়াদী ভুল চিকিৎসা এমনকি রোগীর মৃত্যুও অসম্ভব নয় ।সেজন্য প্যাথলজি এন্ড ইমেজিং রিপোর্ট হতে হবে বিশ্বাসযোগ্য, সঠিক,যথাযথ এবং নিদিষ্ট সময়ে রিপোর্ট প্রদান ।
এই বিষয়টি লক্ষ্য রেখেই বনশ্রী এবং আশপাশের এলাকাবাসীর সঠিক স্বাস্থ্য সেবা ত্বরান্বিত ও একধাপ এগিয়ে নেবার লক্ষে কিছু দীর্ঘ অভিজ্ঞসম্পন্ন প্যাথলজিষ্ট এবং ল্যাবরেটরী এক্সপার্ট নিয়ে মেরাদিয়া বাজার সংলগ্ন ইয়ামাগাতা-ঢাকা ফেন্ডশিপ জেনারেল হাসপাতাল বিল্ডিং কমপ্লেক্সের ভিতরে YUKI Diagnostic & Imaging Centreনামে ডায়াগনষ্টিক সেন্টার আপনাদের দোয়া এবং ভালবাসা নিয়ে স্থাপন করা হয়েছে ।
আপনাদের সহযোগিতায় ,আন্তরিকতা এবং আমাদের নিরলস পরিশ্রম দ্বারা স্বাস্থ্যসেবা আর ও একধাপ এগিয়ে নিতে পারব ইনশাল্লাহ । নিজ এলাকাই একটা বিস্বস্ত স্বাস্থসেবা কেন্দ্র কে না চাই বলেন ? কে ঢাকার যানজট ,টাকা খরচ ,সময় নষ্ট করে দূরে যেতে যায়।প্রতিষ্ঠানটি নতুন হওয়ায় এবং কোনো বিজ্ঞাপন না থাকায় সকলের কাছে অজানা রয়েই গেছে। না হয় একবার সময় করে ঘুরতে ঘুরতে বেড়িয়ে যান, দেখে যান প্রতিষ্ঠানটি। হাসিখুশি থাকবেন ,শরীর ও মন ভালো থাকবে ইনশাল্লাহ ।
বর্তমানে আমরা নীচের স্বাস্থ্যসেবা দিচ্ছি
v  উন্নত প্রযুক্তি ও বিশ্বমানের অত্যাধুনিক ডিজিটাল ল্যাব
·        হিমাটোলজি
·        বায়োকেমেষ্ট্রি
·        হরমোন
·        সেরোলজি
·        মাইক্রোবায়োলজি
·        হিষ্টোপ্যাথলজি
vডিজিটাল এক্স-রে
v  ইসিজি(অটো) ১২ চ্যানেল
v  কালার ডপলার আল্ট্রাসনোগ্রাফী
v  ইকোকার্ডিওগ্রাফী ও কালার ডপলার
v  স্বল্প সময়ে নির্ভুল রিপোর্ট প্রদান
v  পুরুষ/মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসনো পরিক্ষা করানো হয়


Post a Comment